কলকাতা: তৃতীয়ার সন্ধ্যে থেকে দুর্গাপুজোর ভিড় সামলাতে রাস্তায় নামছে কলকাতা পুলিশ
এ বছর তৃতীয়া থেকে দুর্গাপুজোর ভিড় সামলাতে রাস্তায় নামছে কলকাতা পুলিশ। গত বছর পঞ্চমী থেকে রাস্তায় নেমেছিল পুলিশ। কিন্তু মহালয়ার পর থেকে মানুষজন মণ্ডপে মণ্ডপে প্রতিমা দেখতে বেরিয়ে পড়ছেন। এর ফলে যানজট এবং ভিভিআইপিদের পুজো উদ্বোধনে আনাগোনা সবকিছুকে কেন্দ্র করে কলকাতায় সাময়িক যানজট সামলানোর ব্যবস্থা প্রশ্নের মুখে এসে দাঁড়ায়।