রাস্তা সম্প্রসারণের জন্য পুরুলিয়ার নিতুড়িয়ার ব্লকের সরবড়ি মোড়ে রাস্তার পাশে থাকা দোকান বাড়ি ভাঙার কাজ শুরু করেছে PWD যার ফলে ঐ এলাকার বহু মানুষজনদের মধ্যে দেখা দিয়েছে আর্থিক সংকট। এলাকার বাসিন্দাদের দাবি ব্যবসা করে যেটুকু উপার্জন হত তা থেকেই চলত সংসার।এখন দোকান ভেঙে দেওয়ার ফলে চরম আর্থিক সংকট তৈরি হয়েছে।বৃহস্পতিবার রাত্রি 10টা নাগাদ তারা জানান সরকার তাদের পাশে দ্রুত দাঁড়িয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক।