আলিপুরদুয়ার ১: শিলতোর্সা নদীতে ভেসে আসা গন্ডার আশ্রয় নিল শিমলা বাড়ি এবং সুরিপাড়ায়
প্রবল বন্যায় তোর্সা নদী ফুলে উঠা স্রোতে ভেসে নিয়ে গেছে অসংখ্য প্রাণী যার মধ্যে রয়েছে এক শৃঙ্গ গন্ডার চিতা গরু এবং হরিণ।তবে নদীতে ভেসে আসা দুটি গন্ডার প্রবল স্রোত অতিক্রম করে আলিপুরদুয়ার এক নং ব্লকের সিমলাবাড়ি ও সুরিপাড়ার মানব বসতিতে ঢুকে পড়েছে এমনটাই জানা গেছে রবিবার বিকেল পাঁচটা নাগাদ ওই এলাকার বাসিন্দাদের কাছ থেকে।শনিবার রাতে প্রবল বৃষ্টির জেরে আচমকা বন্যা পরিস্থিতি তৈরি হয় ।আর এর ফলেই বন্যপ্রাণী এবং মানুষের জীবন দুটি বিপন্ন হওয়ার অবস্থায়।