দুর্গাপুর উৎসবের তৃতীয় বর্ষে জাঁকজমকপূর্ণ সূচনা।নগরবাসীর বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে মহাসাড়ম্বরে শুরু হলো ‘দুর্গাপুর উৎসব ২০২৫’। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় ঐতিহ্যবাহী প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের তিন মন্ত্রী , ক্রীড়া ও বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস, আইন, বিচার ও শ্রমমন্ত্রী মলয় ঘটক এবং পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার।