পুঞ্চা: কেন্দার পলমা এলাকায় পুকুর থেকে এক ব্যাক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়
Puncha, Purulia | Sep 21, 2025 পুকুর থেকে এক ব্যাক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো পলমা এলাকায়।কেন্দা থানার পুলিশ সূত্রে জানা যায়,রবিবার বেলা ১১ টা নাগাদ কেন্দা থানার পানিপাথর অঞ্চলের পলমা গ্রামের পুকুরে এক ব্যাক্তির দেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।পরবর্তীকালে কেন্দা থানা পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে। উদ্ধার হয় ওই ব্যক্তির নাম মথুর প্রামানিক(৩২)।বাড়ি পলমা গ্রামে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।