শীতলকুচি: কালীপুজোর রাতে শীতলকুচিতে কড়া নজরদারি পুলিশের
কালীপুজোর রাতে শীতলকুচিতে কড়া নজরদারি পুলিশের। উৎসবের আবহের মাঝেই শীতলকুচি ব্লকের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪০ জনকে গ্রেপ্তার করল শীতলকুচি থানার পুলিশ।জানা গিয়েছে, সোমবার গভীর রাতে ছোট শালবাড়ি, ভাঐরথানা ও খলিসামারি পঞ্চায়েত এলাকার একাধিক জায়গায় অভিযান চালানো হয়। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ওই এলাকাগুলিতে হানা দেয়। সেখান থেকে উদ্ধার হয় জুয়া খেলার সরঞ্জাম ও ৩২,৫১০ টাকা বোর্ড মানি।