বাদুড়িয়া: চাতরা পঞ্চায়েতের গেটে প্লাকার্ড ঝুলিয়ে গেট অবরুদ্ধ করে বিক্ষোভ গ্রামবাসীদের,
ঘটনাটি সোমবার দুপুর দুটো নাগাদ চাতরা গ্রাম পঞ্চায়েতের ঘটনা। বিক্ষোভকারীদের অভিযোগ- *চাতড়া* পঞ্চায়েতের *পাপিলা* থেকে *সামাদ মন্ডল* এর বাড়ি পর্যন্ত পাকা রাস্তা তৈরীর জন্য টাকা বরাদ্দ হয় । সেই রাস্তা তৈরীর শুরু এবং শেষ হওয়ার তারিখ ও উল্লেখ করা হয় সেখানে ।কিন্তু সেই রাস্তা শুরু হয়ে অল্প কিছুটা হয়েই রাস্তা তৈরীর কাজ বন্ধ হয়ে যায় । বহুদিন কেটে গেলেও সেই রাস্তা তৈরি হয়নি । এলাকার মানুষ বহুবার পঞ্চায়েতে জানিও কোন সুরাহা হয়নি ।তাই আজ এলাকার মানুষ রাস্