সন্দেশখালি কাণ্ডে মিনাখা থানা থেকে অভিযুক্ত রুহুল কুদ্দুস তরফদার কে মিনাখাঁ থানা থেকে দুপুর বারোটা নাগাদ পাঠানো হলো বসিরহাট আদালতে সন্দেশখালি কাণ্ডে অভিযুক্ত রুহুল কুদ্দুস কে শুক্রবার গভীর রাতে সড়বেড়িয়া এলাকা থেকে গ্রেফতার করে ন্যাজাট থানার পুলিশ। সেভ কাস্টোরির জন্য তাকে মিনাখা থানায় রাখা হয়। শনিবার সকালে মিনাখা গ্রামীণ হাসপাতালে রুহুল কুদ্দুস তরফদারের স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। তারপর শনিবার দুপুরে তাকে মিনাখা থানা থেকে পাঠানো হয় বসিরহাট মহকুমা আ