খড়গপুর ১: পশ্চিম মেদিনীপুর জেলায় এক লপ্তে বারোটি থানার এসআই পদমর্যাদার অফিসারদের বদলি
পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে বুধবার বারোটি থানার এসআই পদমর্যাদার অফিসারদের বিভিন্ন পদে বদলি। বদল ঘটানো হয়েছে আইসি ওসি বিভিন্ন পদে। রুটিন বদলি বলেই জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে।