রামনগর ১: নিমতলা একটি রেস্টুরেন্টে দুষ্কৃতিদের হামলা,CCTV ফুটেজ প্রকাশ্যে,গ্রেফতার 1, ধৃতকে কাঁথি আদালতে পেশ
দীঘা রামনগর রাজ্য সড়কের ফতেপুর নিমতলাতে একটি রেস্টুরেন্টের দোকানে গতকাল রাতে কয়েকজন দুষ্কৃতী দিয়েছে দোকানের মালিক কে মারধর করে দোকান ভাঙচুর করে। এই ঘটনার সিসিটিভি ফুটেছিল প্রকাশ্যে |গভীর রাতে দুষ্কৃতীরা এসে খাওয়ার চায় কিন্তু দোকানে খাওয়াচ্ছিল না |ভরে এসে দোকান ভাঙচুর ও দোকানের মালিক কে মারধর করে | এই ঘটনায় দোকানের মালিক থানায় লিখিত অভিযোগ দায়ের করলে রাহুল মোহাম্মদ নামে এক দুজনকে গ্রেপ্তার করে পুলিশ আজ তাকে কাঁথি আদালতে পেশ করেছে |