আগামী ১৫ই জানুয়ারি হাড়োয়া ব্লকের বাসাবাটি এলাকায় অনুষ্ঠিত লালন ও সুন্দরবন লোকসংস্কৃতি মেলায় জুবিন গার্গ মঞ্চে সংগীত পরিবেশন করবে ক্রার্কাস ব্যান্ড। উল্লেখ থাকে আগামী ১২ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত বাসাবাটি এলাকায় অনুষ্ঠিত হবে লালন ও সুন্দরবন লোকসংস্কৃতি মেলা।মেলার বিভিন্ন দিন সংগীত পরিবেশন করবেন বিখ্যাত লোক ও বাউল শিল্পীরা।রবিবার সন্ধ্যা সাতটা নাগাদ মেলা কমিটির প্রধান উদ্যোক্তা তরিকুল আলম বলেন,১৪ তারিখে আসামের জনপ্রিয় সংগীতশিল্পী মর্মিতা