রামপুরহাট ১: রামপুরহাট শহরে টোটো ধর্মঘটের ডাক, ভোগান্তি যাত্রীদের
টোটো রেজিস্ট্রেশন সংক্রান্ত বিভিন্ন দাবিতে মঙ্গলবার বীরভূমের রামপুরহাট শহরে ধর্মঘট ও প্রতিবাদ মিছিলে সামিল হলেন টোটো চালকেরা। সকাল থেকেই শহর জুড়ে বন্ধ থাকে টোটো চলাচল। ফলে শহরের বিভিন্ন এলাকায় সাধারণ যাত্রীদের ভোগান্তির মুখে পড়তে হয়েছে বলে জানা যাচ্ছে। এদিন সকালে রামপুরহাটের প্রাণকেন্দ্র পাঁচমাথা মোড়ে টোটো ইউনিয়ন ও টোটো চালকেরা জমায়েত হন। সেখানে সংক্ষিপ্ত পথসভা করার পর একটি প্রতিবাদ মিছিল বের হয়।