খড়গপুর ১: নতুন করে পরিস্থিতিতে প্রভাবিত গড়বেতা ঘাটাল, সাপের কামড় চারজনকে, ভর্তি ঘাটাল হাসপাতালে: মেদিনীপুরে জানালেন DM
গত কয়েক মাসে ষষ্ঠবার প্লাবন পরিস্থিতির মুখোমুখি হল পশ্চিম মেদিনীপুর। নতুন করে প্রভাবিত ঘাটাল ও গড়বেতা। কয়েকদিনে প্লাবিত এলাকায় চার জনকে সাপের কামড় হয়েছে বলে মেদিনীপুরে জানালেন জেলাশাসক খুরশেদ আলী কাদেরী। তাদের ঘাটাল হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা হয়েছে বলে জানিয়েছেন তিনি। সকলেই সুস্থ বলেও নিশ্চিত করেছেন তিনি।