কেতুগ্রাম ১: কৃষকরা ফসলের নায্য পাচ্ছেন না বলে কেতুগ্রামে সরব CPI(M)
কৃষকরা ফসলের নায্য পাচ্ছেন না বলে সরব হল সিপিআইএম। তারা এনিয়ে গতকাল কেতুগ্রামের মুড়গ্রাম গোপালপুর পঞ্চায়েতে একটি স্মারকলিপি প্রদান করেন। আর সেই ভিডিও শনিবার আনুমানিক দুপুর ৩টা নাগাদ সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। যাতে কৃষকরা ফসলের নায্যমূল্য পান এবং সময়ে ফসলের ক্ষতিপূরণ পান সেব্যাপারে সংগঠনের নেতারা সোচ্চার হন।