জাঙ্গিপাড়া: প্যাডি সংগ্রহ নিয়ে জাঙ্গীপাড়া BDO অফিসে বিশেষ বৈঠক
বৃহস্পতিবার দুপুর একটা নাগাদ জাঙ্গীপাড়া BDO অফিসে প্যাডি পোকিউরমেন্ট (ধান সংগ্রহ) বিষয়ক একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় এলাকার সকল CPC প্রতিনিধিদের পাশাপাশি বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা উপস্থিত ছিলেন। এই গুরুত্বপূর্ণ বৈঠকে মূল অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ শামীম আহমেদ। তাঁর সাথে ছিলেন জাঙ্গীপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি তমল শোভন চন্দ্র।