ছাব্বিশে মতুয়ারা বিজেপিকে দেখে নেবে, বাগদায় পড়লো পোষ্টার । উত্তর ২৪ পরগনার বাগদা থানার হেলেঞ্চায় পড়লো পোষ্টার। পোস্টারে লেখা রয়েছে "মতুয়াদের কেন ধোঁকা দিলে? মতুয়া অধিকার দমন ইচ্ছাকৃতভাবে। ছাব্বিশে মতুয়ারা বিজেপিকে দেখে নেবে।" শনিবার সকালে হেলেঞ্চা বাজারের তিন রাস্তার মোড়ে পোস্টার গুলো দেখতে পাই স্থানীয়রা ।