চুঁচুড়া-মগরা: চুঁচুড়ায় দুটি ওয়ার্ডের বাংলার ভোট রক্ষা শিবির ঘুরে দেখলেন বিধায়ক
দুটি ওয়ার্ডের বাংলার ভোট রক্ষা শিবির ঘুরে দেখলেন বিধায়ক। মানুষকে এসআইআরের কাজের সহযোগিতা করার জন্য প্রতিটি জাগাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মত খোলা হয়েছে বাংলার ভোট রক্ষা শিবির। এদিন হুগলী চুঁচুড়া পৌরসভার ১০ ও ১১ এই দুটি ওয়ার্ডের বাংলার ভোট রক্ষা শিবির ঘুরে দেখলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার।