সীমলাপাল: মঙ্গলময়ী বালিকা বিদ্যামন্দির লাইব্রেরি রুমের ফিতে কেটে শুভ উদ্বোধন করলেন তালডাঙ্গরা বিধায়ক
সিমলাপাল মঙ্গলময়ী বালিকা বিদ্যামন্দিরের বার্ষিক প্রাইজ বিতরণী অনুষ্ঠান উপস্থিত ছিলেন তালডাঙ্গরা তৃনমূল বিধায়ক ফাল্গুনী সিংহ বাবু। এছাড়াও তিনি ওই স্কুলের একটি লাইবেরি রুমের ফিতে কেটে শুভ উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রীরারা।