গলসি ১: অনুরাগপুরে মাঠে ঘাস কাটতে গিয়ে বিষধর চন্দ্রবোড়া সাপের কামড়ে মৃত মহিলা
গলসি ১ নম্বর ব্লকের গলিগ্রাম অনুরাগপুরে মাঠে ঘাস কাটতে গিয়ে বিষধর চন্দ্রবোড়া সাপের কামড়ে মৃত্যু হয়েছে পুষ্পা বাগদি (৪৬) নামে এক মহিলার। সোমবার সন্ধ্যা ছয়টায় মৃতদেহটি ময়নাতদন্ত করে অনুরাগপুর গ্রামে নিয়ে আসা হলে শোকের ছায়া নেমে আসে গ্রাম জুড়ে। জানা গেছে গতকাল বেলা বারোটা নাগাদ মাঠে ঘাস কাটতে গিয়েছিল আর সেখানেই তার ডান পায়ের গোড়ালিতে বিষধর চন্দ্রবোড়া সাপে কামড়ায়।