লাভপুর: লাভপুর ৪নং মণ্ডলে বিজেপির পক্ষ থেকে আয়োজিত বিজয়া সম্মেলনী সভা, উপস্থিত- বিজেপির প্রাক্তন জেলা সভাপতি
Labpur, Birbhum | Oct 13, 2025 সোমবার লাভপুর ৪নং মণ্ডল বিজেপির পক্ষ থেকে ৩টি অঞ্চলের বিজেপির কর্মী সমর্থকদের নিয়ে আয়োজিত হয়েছিল বিজয়া সম্মেলনী সভার। এদিন ওই রাজনৈতিক সংগঠন টির দলীয় কার্যালয়ে ওই সভার আয়োজন করা হয়। বিজয়া সম্মেলনী সভা অনুষ্ঠিত হওয়ার আগে বিভিন্ন মনীষী দের প্রতিকৃতি তে পুষ্পার্ঘ্য ও মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করার পর রাজনৈতিক কার্যকলাপের মধ্য দিয়ে শেষ হয় সভা টি।উপস্থিত ছিলেন- বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি সন্যাসী চরণ মণ্ডল, অখণ্ড বীরভূমের।