পান্ডুয়া: পথেই পূজিত হন মা কালী, তাই নাম পথের মা, মন্ডলাই পথের মা পুজো ঠিক কবে শুরু হয়েছিল তা প্রায় সকলেরই অজানা
Pandua, Hooghly | Oct 21, 2025 পথেই পূজিত হন মা কালী। তাই নাম পথের মা মন্ডলাই পথের মা পুজো ঠিক কবে শুরু হয়েছিল তা প্রায় সকলেরই অজানা। কালী পুজোয় আজও বুক চিরে রক্তদেন ভক্তরা , ২০ ভরি সোনা ও ৫০ ভরি রুপো অলংকারে ভূষিত হন পান্ডুয়ার মণ্ডলাইয়ের পথের মা।আজ সোমবার দীপান্বিতা অমাবস্যায় পান্ডুয়ার মন্ডলাই পথের মায়ের কালী পুজো হয়। আনুমানিক ৪০০ বছর আগে পুজো শুরু হয়েছিল বলে মনে করা হলেও সঠিকভাবে দেবীর প্রতিষ্ঠা কবে হয় তা এলাকার,,