নবদ্বীপ: শূন্য পদে নিয়োগ সহ ১৩দফা দাবিতে নবদ্বীপ পৌরসভা অভিযান ও ডেপুটেশন কর্মসূচি DYFI লোকাল কমিটির
Nabadwip, Nadia | Sep 15, 2025 সোমবার পৌরসভার ৪১৩ টি শূন্য পদে নিয়োগ সহ মোট ১৩ দাবিতে নবদ্বীপ পৌরসভা অভিযান ও স্মারকলিপি প্রদান কর্মসূচির আয়োজন করে DYFI নবদ্বীপ লোকাল কমিটি,এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন DYFI জেলা কমিটির সম্পাদক রুদ্র প্রসাদ মুখার্জী,CPIMজেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য সুমিত বিশ্বাস,CPIM এরিয়া কমিটির সম্পাদক বেচু গোপাল সিংহ রায়,DYFIনবদ্বীপ লোকাল কমিটির সম্পাদক প্রীতম মজুমদার,সভাপতি অভিজিৎ দত্ত সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এবং কর্মী ও সমর্থক।