বোলপুর-শ্রীনিকেতন: জয়েনিং লেটার মিললেও নিয়োগে হোল্ড, ন্যায়বিচারের দাবিতে ডিএম অফিসে মিনতি পাল মন্ডল
জয়েনিং লেটার পাওয়ার পরও নিয়োগে হোল্ড, ট্রেনিং থেকে বাদ, ন্যায় বিচারের দাবিতে ডিএম অফিসে মিনতি পাল মন্ডল।আশা কর্মী হিসাবে বোলপুরের বাহিরী পাঁচশোয়া অঞ্চলে নিয়োগ হয়েছিলেন মিনতি পাল মন্ডল। সিলেকশনের পর তাকে জয়েনিং লেটার ও এনগেজমেন্ট লেটার উভয়ই প্রদান করা হয়। সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরও তিনি কাজ করতে পারেননি বলে অভিযোগ করেছেন। তার দাবি, নির্বাচনী প্রক্রিয়ায় যিনি তার অপোজিট ক্যান্ডিডেট ছিলেন, সম্ভবত তিনিই আপত্তি জানিয়েছেন। আর সেই আপত্তির কারণে