বর্ধমান ১: সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে ধর্ষণের দায়ে এক যুবককে ২০ বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল বর্ধমানের পকসো আদালত
এছাড়াও সাজাপ্রাপ্তকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা অনাদায়ে আরও তিন মাস কারাবাস ভোগ করতে হবে তাকে। নির্যাতিতা নাবালিকাকে ৩ লক্ষ টাকা দেওয়ার জন্যও নিের্দশ দিয়েছে আদালত। এ ব্যাপারে ব্যবস্থা নিতে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষকে নিের্দশ দেওয়া হয়েছে। বুধবার পকসো আদালতের বিচারক দেবশ্রী হালদার এই সাজা শুনিয়েছেন। সাজাপ্রাপ্তের নাম অনুপ মালিক ওরফে ভিম। মন্তেশ্বর থানার বেলেঝুড়ি গ্রামে তার বাড়ি। কেসের বিশেষ সরকারি আইনজীবী গৌতম মুখোপাধ্যায় বলেন