গড়বেতা ৩: ২০১০ থেকে গড়বেতা ৩নং ব্লকের মৃত্যুর সংখ্যা এবং পরিযায়ী শ্রমিকের সংখ্যা জানার তাগিদে BDOকে স্মারকলিপি প্রদান BJP নেতার
২০১০ সাল থেকে গড়বেতা তিন নম্বর ব্লকের আটটি অঞ্চলে কতজনের মৃত্যু হয়েছে এবং মৃত্যু নিবন্ধীকরণ তালিকায় ক'জনের নাম রয়েছে পাশাপাশি আটটি অঞ্চলে কতজন পরিযায়ী শ্রমিক রয়েছে তা জানার তাগিদে সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড BDO অফিসে স্মারকলিপি প্রদান করল সাংগঠনিক ঝারগ্রাম জেলা বিজেপির সাধারণ সম্পাদক গৌতম কৌড়ি।