কোচবিহার ১: ভয়াবহ পথ দুর্ঘটনা কোচবিহার ঘুঘুমারী তোর্সা ব্রিজে, দুমড়ে গেল টোটো,আহত ২
ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত ২, ঘটনাটি ঘটেছে কোচবিহার ঘুঘুমারি তোরসা ব্রিজে। জানা গেছে এদিন কোচবিহারে ১ নং ব্লকের ঘুঘুমারির তোরসা নদীর উপর ব্রিজের উপর একটি টোটো ও একটি ছোট গাড়ির সংঘর্ষ হয়। এই ঘটনায় দুমড়ে মুছড়ে যায় টোটোটি। ক্ষতি হয়েছে ছোট গাড়িটিরও। ঘটনায় টোটো চালক সহ দুজন আহত হয়েছে বলে জানা গেছে স্থানীয় সূত্রে। এই ঘটনায় সাময়িকভাবে যানজটের সৃষ্টি হয় কোচবিহারে ব্যস্ততম এই ঘুঘুমারি ব্রিজে। পরবর্তীতে স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় যানজট স্বাভাবিক হয়।