খানাকুল ১: গরুর বিয়ে দিয়ে বাংলার প্রচীন লোকসংস্কৃতি গুলির মধ্যে অন্যতম "গো-পার্বন"পালন হল গোঘাটে
গরুর বিয়ে দিয়ে বাংলার প্রচীন লোকসংস্কৃতি গুলির মধ্যে অন্যতম "গো-পার্বন"পালন হল গোঘাটে।গরুর প্রতি কৃতজ্ঞতা বা শ্রদ্ধা জানাতে এই রীতি পালন করা হয়।অন্যান্য জেলায় দীপাবলির রাত থেকে ভাইফোঁটর দিন পর্যন্ত পালন হয়। গোঘাটের মানুষ ভাইফোঁটার আগের দিন পালন করেন।গরুদের স্নান করিয়ে মালা পড়িয়ে,গায়ে বিভিন্ন রঙের ছাপ দিয়ে,পায়ে জল ঢেলে গামছা দিয়ে মোছানো হয়।এরপর গরুর মাথা আঁচুরে দিয়ে সাজিয়ে তোলা হয়।বরণ করা হয়।বিভিন্ন নিয়ম নেমে শঙ্খ ধ্বনি দিয়ে দেওয়া হয় গরুর বিয়ে।