কাটোয়া ২: সাতগাছিয়া বাজারের কাছে পথচারীকে বাইক আরোহীর ধাক্কা, ঘটনায় মৃত্যু পথচারীর, গুরুতর জখম বাইক আরহী
মেমারির সাতগাছিয়া বাজার এলাকায় পথচারীকে ধাক্কা মোটর বাইকের। গুরুতর জখম অবস্থায় বিভিন্ন হসপিটালে চিকিৎসাধীন থাকার পর, আজ শনিবার সকালে হসপিটালে আসার পথেই মৃত্যু হল প্রশান্ত বাগ নামের ওই ব্যক্তির। জানা গিয়েছে তার বাড়ি স্থানীয় এলাকাতেই। আজ মেমারি থেকে কলকাতায় তাকে নিয়ে যাওয়া হচ্ছিল উন্নত চিকিৎসার জন্য পথেই তার শারীরিক অসুস্থতা অনুভব হওয়ায় তাকে নিয়ে আসা হয় কালনা হসপিটালে। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।