মানবাজার ২: বড়গড়িয়া হাইস্কুলের প্রধান শিক্ষককে গ্রেফতারের দাবিতে ভারত জাকাত মাঝি পারগানা মহলের মিছিল ও ডেপুটেশন
সাত দিন পেরিয়ে গেলেও পুরুলিয়ার মানবাজার-২ নং ব্লকের বড়গড়িয়া হাইস্কুলের হস্টেলে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত প্রধান শিক্ষক এখনও অধরা।তাই অভিযুক্ত শিক্ষককে দ্রুত গ্রেফতার ও সঠিক তদন্তের দাবিতে বোরো থানা ঘেরাও অভিযান করল ভারত জাকাত মাঝি পারগনা মহল।এদিন অভিযুক্ত শিক্ষকের গ্রেফতারের দাবীতে থানার সামনের রাস্তায় বসে পড়ে আদিবাসী সংগঠনের সদস্যরা।অবরুদ্ধ হয়ে পড়ে মানবাজার বান্দোয়ান রাজ্য সড়ক।আটকে পড়ে অনেক যানবাহন।