গোসাবা: গোসাবার শম্ভুনগরে স্থানীয় একজনকে বাবা সাজিয়ে এলাকায় থাকার অভিযোগ এক বাংলাদেশী যুবকের বিরুদ্ধে
দিনের পর দিন গোসাবার শম্ভুনগর গ্রাম পঞ্চায়েতের ভুপেন্দ্রপুর দীঘিরপাড় গ্রামে বাস করছিলেন এক বাংলাদেশী। জিয়ারুল মোল্লা নামে ঐ ব্যক্তি পাশের গ্রামের মতলেব মোল্লাকে নিজের বাবা সাজিয়ে এ দেশের সমস্ত তথ্য তৈরি করেছেন বলে অভিযোগ। মতলেব মোল্লার নিজের ছেলেরা বিষয়টি জানতে পেরে এ বিষয়ে ইতিমধ্যেই বি এল ওর কাছে অভিযোগ জানিয়েছেন। বি এল ও এ বিষয়ে তাঁর সুপারভাইজারের কাছেও অভিযোগ জানিয়েছেন। মৃত মতলেবের ছেলে আলাউদ্দিন মোল্লার দাবি তাঁরা পাঁচ ভাই ও দুই বোন। জিয়ারুল কেউ নয়