তালড্যাংরা: মহাচতুর্থী তে ফুলকুসমা বাজার সার্বজনীন দুর্গাপূজার ফিতে কেটে প্রদীপ প্রজ্জ্বলন মাধ্যমে শুভ উদ্বোধন করলেন সাংসদ
আজ মহাচতুর্থী ফুলকুসমা বাজার সার্বজনীন দুর্গাপুজোর ফিতে কেটে প্রদীপ প্রজ্জ্বলন মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করলেন বাঁকুড়া জেলা সাংসদ অরূপ চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান , তালডাঙ্গরা তৃণমূল বিধায়ক ফাল্গুনী সিংহ বাবু সহ একাধিক কর্মকর্তা রা। এছাড়াও এই অনুষ্ঠানে সাধারণ মানুষদের ভিড় ছিল চোখে পড়ার মত।