শালবনি: শালবনীর বাঁশকোনা গ্রামে গভীর রাতেও SIR সম্পর্কিত আলোচনা
শালবনীতে গভীর রাতেও এস আই আর সম্পর্কিত আলোচনা। আজ শুক্রবার শালবনী মন্ডল ৪ এর অন্তর্গত ৫ নম্বর লালগেড়িয়া অঞ্চলের বাসকোনা গ্রামে আয়োজিত হয় বিশেষ আলোচনা শিবির। এই শিবিরে এস আই আর নিয়ে বিশেষ আলোচনা করা হয়। এদিন রাত্রি প্রায় দশটা নাগাদও চলছিল এই বৈঠক।