ধূপগুড়ি: সুখানি বস্তিতে সুখানি নদীতে একটি নালা খোড়াকে কেন্দ্র বিতর্কের সৃষ্টি হয়,নালার মুখ বন্ধ করল গ্রামবাসীরা
সুখানি বস্তিতে চারোয়া লাইনের পিছনে সুখানি নদীতে একটি নালা খোড়াকে কেন্দ্র বিতর্কের সৃষ্টি হয়। গ্রামবাসীরা ঐ নালার মুখ বন্ধ করে দেয়।উল্লেখ্য পাহাড়ি এই খরস্রোতা নদীতে জল বেড়ে গিয়ে নাগরাকাটা চাবাগানের জমিতে ভাঙ্গন ধরেছে। চাবাগান কতৃপক্ষ জানিয়েছে যদি এই ভাঙ্গন রোখা না যায় তাহলে চাবাগানের জমির ক্ষতিত হবেই সেই সাথে নাগরাকাটার শহরের দিকে জল ঢুকে পড়বে। তাই বাগান বাচাতে নদীর বক্ষে খুড়ে নদীর গতিপথ কিছুটা পরিবর্তন করা হয়েছে।