কল্যাণী: গয়েশপুর আনন্দপল্লী যুব গোষ্ঠীর এবারের পুজোর থিম সর্ববৃহৎ ইন্ডিয়া গেট, নজর কাড়ছে দর্শকদের
Kalyani, Nadia | Sep 26, 2025 কল্যাণীর গয়েশপুরে এবারের দুর্গাপুজোর থিম সর্ববৃহৎ ইন্ডিয়া গেট। ইতিমধ্যে দর্শকদের নজর কাড়তে শুরু করেছে গয়েশপুর বেদীভবন আনন্দপল্লী যুব গোষ্ঠী সংগঠনের এবছরের থিম সর্ববৃহৎ ইন্ডিয়া গেট। মন্ডপের এই ইন্ডিয়া গেটেই ভারতীয় সেনাবাহিনীর বীরত্বের কথা তুলে ধরা হচ্ছে লেজার লাইটের মাধ্যমে। সাম্প্রতিক কালের ভারত পাকিস্তান যুদ্ধের যুদ্ধ থেকে ১৯৬৫ ভারত পাক যুদ্ধ।