রতুয়া ১: নদী ভাঙ্গনের ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন জিতু টোলা গ্রামের বাসিন্দারা, বহু পরিবার অসহায় আতঙ্কে
Ratua 1, Maldah | Oct 19, 2025 গঙ্গার তীব্র ভাঙ্গনের ব্যাপকভাবে ক্ষতির মুখে পড়েছে এবছর রতুয়ার জিতুটোলা গ্রামের বাসিন্দারা। গ্রামের একমাত্র প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন অংশ গঙ্গায় তলিয়ে গেছে। অবশিষ্ট কিছু অংশ বিদ্যালয়ের বেছে রয়েছে। অন্যদিকে গ্রামের বহু পরিবার নিজেদের বাড়িঘর হারিয়েছে বাগান ভিটেমাটি রাস্তাঘাট সব গঙ্গা গিলে খেয়েছে। এখনো ভাঙ্গন অব্যাহত রয়েছে আর তাতেই উৎসবের মাঝেও আতঙ্ক পরিস্থিতি গ্রামের বাসিন্দাদের মধ্যে। সরকারিভাবে পুনর্বাসনের দাবি তুলছেন দুর্গতরা।