জামপুইজলা: মথা ছেড়ে বিজেপিতে যোগদান ৩৩ পরিবারের ১৫০ ভোটার,ঘটনার টাকারজলা
মথা ছেড়ে বিজেপিতে যোগদান ৩৩ পরিবারের ১৫০ ভোটার।টাকারজলা মন্ডলের উদ্যোগে মঙ্গলবার বিকেলে মনফ্রট বাজারের যোগদান সভা আয়োজন। তিপ্রা মথার দল ছেড়ে 33 পরিবারের 150 ভোটার বিজেপিতে যোগদান করেন। নবগতদের দলীয় পতাকা দিয়ে স্বাগতম মন্ত্রী বিকাশ দেববর্মা। উপস্থিত ছিলেন রাজ্য সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা,মন্ডল সভাপতি নির্মল দেববর্মা সহ অন্যান্যরা।