বারাসাত ১: বারাসাতে L২৩৮ বাসের রেষারেষিতে প্রাণ গেল মাধ্যমিক পরীক্ষার্থীর
বারাসাতে L২৩৮ বাসের রেষারেষিতে প্রাণ গেল মাধ্যমিক পরীক্ষার্থীর জানা গেছে বুধবার দুপুর বেলায় মধ্যমগ্রামের দিক থেকে বারাসাত দিকে আসছিল স্কুটি করে দুই বন্ধু। অভিযোগ সেই সময় দুটি L ২৩৮ বাস রেষারেষি করছিল. রেষারেষি করার সময় একটি বাস বারাসাত দিকে আসা ওই স্কুটিতে সজরে ধাক্কা মারে,ঘটনাস্থলে পড়ে যায় মাধ্যমিক পরীক্ষার্থী ও তার বন্ধু. পিছন থেকে আসা বাসটি মাধ্যমিক পরীক্ষার্থীর উপর দিয়ে চালিয়ে চলে যায়. ঘটনার ফলেই মৃত্যু হয় ওই মাধ্যমিক পরীক্ষার্থীর. গুরুতর আহত