বিনপুর ২: পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির ভুলাভেদা অঞ্চল কমিটি গঠন
পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির ভুলাভেদা অঞ্চল কমিটি গঠন। রবিবার বিনপুর 2 ব্লক অর্থাৎ বেলপাহাড়ী ব্লকের তামাজুড়িতে আনুষ্ঠানিক ভাবে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির ভুলাভেদা অঞ্চল কমিটি গঠন প্রক্রিয়া সুসম্পন্ন হয়। এলাকার আদিবাসী মানুষ জনদের বঞ্চনার কথা তুলে ধরা, আদিবাসীদের সুযোগ, সুবিধা প্রচার করা, তাদের বিপদে, আপদে পাশে দাঁড়াতেই এই অঞ্চল কমিটি গঠন রবিবার দুপুর নাগাদ তামাজুড়ি থেকে প্রতিক্রিয়া দিয়ে জানান নেতৃত্বরা ।