নানুরে বাসাপাড়ায় মেলা দেখে বাড়ি ফেরার পথে দুটি মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন বছর ২২-র সোমনাথ দাস। আহত হয় আরও তিনজন। তিনি নানুর থানার কুলাই গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় আহত হয়েছেন তাঁর সঙ্গী শুভ দাস। এছাড়াও অপর মোটরবাইকের চালক ও তাঁর সঙ্গীও গুরুতর ভাবে জখম হয়।তাঁদের বাড়ি পূর্ব বর্ধমান জেলায় বলে জানা গিয়েছে। মঙ্গলবার স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে বাসাপাড়ায় মেলা ঘুরে সোমনাথ ও শুভ মোটরবাইকে করে বোলপুরগামী রাস্তা ধরে।