মঙ্গলকোট: মঙ্গলকোটের পিলসোয়া গ্রাম থেকে উদ্ধার এক ব্যক্তির ঝুলন্ত দেহ, ঘটনার তদন্তে নেমেছে পুলিশ
মঙ্গলকোটের পিলসোয়া গ্রাম থেকে উদ্ধার হওয়া ব্যক্তির দেহ শনিবার আনুমানিক বিকাল ৪টা নাগাদ ময়নাতদন্ত করা হল কাটোয়া মহকুমা হাসপাতালে। জানা গিয়েছে, মৃতের নাম অহিদ শেখ। তার বাড়ি পিলসোয়া গ্রামে। গতকাল তাদের নিজেদের গোয়ালঘরে অহিদ শেখের ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের লোকজনরা। ঘটনার খবর পেয়ে দেহটিকে উদ্ধার করে মঙ্গলকোট থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ওইব্যক্তির মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।