ময়নাগুড়ি: বন্যা পরিস্থিতির ১২দিন পরেও ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি বেতগারা এলাকায় খুব অসহায় ভাবে দিন কাটাচ্ছে ৩০ টি পরিবার
বন্যা পরিস্থিতির ১২দিন পরেও ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি বেতগারা খড়িবাড়ি কালী মন্দির পাড়া এলাকায় খুব অসহায় ভাবে দিন কাটাচ্ছে প্রায় ৩০ টি পরিবার। বিভিন্ন সংস্থা থেকে তাদের যতোটুকু খাবার দিচ্ছে তা দিয়ে কোনরকমে দিন চলছে। কিন্তু এভাবে আর কতদিন চলবে তাদের চিন্তায় বন্যা দুর্গতরা। বন্যায় ধান পাট নষ্ট হয়ে গেছে , ঘরে যা খাবার মজুদ ছিল তাও নষ্ট হয়ে গেছে কি করবে তা বুঝে উঠতে পারছে না দুর্গতরা। তবে দুর্গতরা অভিযোগ করছেন সরকারিভাবে ত্রিপল ছাড়া এখনো কোনো