বরজোড়া: দশমী উপলক্ষে বড়জোড়া রায় কলোনি সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা করে ঘট বিসর্জন করা হল
আজ মহা দশমী। অপেক্ষায় আরও একটা বছর। দশমী উপলক্ষে বড়জোড়া রায় কলোনি সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে একটি শোভাযাত্রা সহকারে আজ ঘট বিসর্জন হল। প্রাচীন রীতিনীতি মেনে ও বৈদিক মতে এই ঘট বিসর্জন করা হল। পালকি করে নবপত্রিকা সহ ঘট বিসর্জন করা হলো স্থানীয় একটি পুকুর।