ময়নাগুড়ি: কেরলে কাজে গিয়ে বাড়ি ফেরার পথে নিখোঁজ কুমারপাড়া গ্রামের যুবক পরিমল মন্ডল, থানার দ্বারস্থ পরিবার
কেরলে কাজে গিয়ে বাড়ি ফেরার পথে নিখোঁজ এক যুবক নিখোঁজ যুবকের নাম পরিমল মন্ডল বয়স ২৫ বছর। তার বাড়ি ময়নাগুড়ি ব্লকের কুমারপাড়া গ্রামে। জানা গিয়েছে যুবকের বাবা ঋণ ধার করে কৃষি কাজ করেন । সেই ঋণ শোধ করতে এবং পরিবারের অভাব দূর করতে গত ছয় মাস আগে কেরলে সাটারিং এর কাজে গিয়েছিলেন ওই যুবক। এরপর পরিমল মন্ডলের পরিবারের সদস্যরা পরিমল কে ফোন করে জানায় তোর ভাগনার অন্নপ্রাশনে তোকে আসতে হবে সে মতো গত ২৮ তারিখ সে কেরল থেকে ট্রেনে করে বাড়ির পথে রওনা দেয়