তমলুক: দিল্লিতে বিস্ফোরণের জের, পাশকুড়া স্টেশনে স্নিপার ডগ ও মেটাল ডিটেক্টর নিয়ে নাকা চেকিং GRPS ও RPF পুলিশের
দিল্লির লালকেলার ভয়াবহ বিস্ফোরণের যে রে, দিল্লি কলকাতা সব বিভিন্ন এলাকার সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ পূর্ব রেলের পাঁশকুড়া রেল স্টেশনে নাকা চেকিং চালাচ্ছে রেল পুলিশের আধিকারিকরা, রেল ব্রিজ স্টেশনডাস্টবিন রেল যাত্রীদের ব্যাগ ট্রেনের মধ্যে বাংকার সহ বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে |প্রসঙ্গত দিল্লি লাল লালকেল্লায় ভয়াবহ বিস্ফোরণের জেরে গতকাল ১২ জনের মৃত্যু হয় ৩০ জন আহত হয় বলে জানা গিয়েছে। |