রবিবার বিকেল তিনটে নাগাদ পুরাতন মালদার নারায়ণপুর এলাকায় অবস্থিত উসা মার্টিন স্কুলের উদ্যোগে আয়োজিত হল আনন্দ উৎসব। এই অনুষ্ঠানে অংশ নেন স্কুলের পড়ুয়াদের পাশাপাশি তাঁদের অভিভাবকরাও। নানা সাংস্কৃতিক ও খেলাধুলার অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব মুখর হয়ে ওঠে স্কুল প্রাঙ্গণ। স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহপাঠক্রমিক কার্যকলাপের উপর সমান গুরুত্ব দেওয়াই তাঁদের মূল লক্ষ্য। এদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাসক ডা.