টোটো চুরির অভিযোগের কয়েক ঘন্টার মধ্যে গ্রেপ্তার এক দুষ্কৃতী। উদ্ধার ব্যাটারি বিহীন টোটো। বুধবার ধৃতকে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করলে বিচারক ধৃতের ৩ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। ধৃতের নাম তারিক আনোয়ার। বাড়ি শ্রীমন্তপুর গ্রামে। জানা গিয়েছে, মাঝে মধ্যে ইটাহার থানার বিভিন্ন এলাকা থেকে একাধিক টোটো চুরির অভিযোগ আসছিল পুলিশের কাছে। সেই রকম গত ১৫ ডিসেম্বর ইটাহারের চৌরঙ্গী মোড় সংলগ্ন বাস টার্মিনাস থেকে নমুনিয়ার এজাবুল হকের একটি টোটো চুরির ঘটনা ঘটে।