গাজোল: বেপরুয়া মোটর বাইকের ধাক্কায় এক মহিলার পা ভেঙে গিয়ে গুরুতর জখম হওয়া কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো নয়াপাড়া এলাকায়
Gazole, Maldah | Jan 12, 2026 বেপরুয়া মোটর বাইকের ধাক্কায় গুরুতর জখম হয় এক মহিলা। এরপর গুরুতর জখম ওই মহিলাকে স্থানীয়রা তৈরীঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসে গাজোল স্টেট জেনারেল হাসপাতালে।এরপর সেখানে প্রাথমিক চিকিৎসার করার পর অবস্থা অবনতি হলে পরে।তারপর মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে দেয়। জানা গিয়েছে গুরুতর আহত ওই মহিলার নাম নীমিতা সরকার,বয়স ৩২,বাড়ি গাজোল ব্লকের বটতলী গ্ৰাম এলাকায়।দূর্ঘটনাটি ঘটে গাজোলের নয়াপাড়া সড়ক এলাকায়।এদিন সোমবার বেলা ১২ টা নাগাদ জানা গিয়