রাইপুর: মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মুর উপর প্রাণঘাতী হামলার প্রতিবাদে বাগজাতা মোড়ে বিজেপির বিক্ষোভ
Raipur, Bankura | Oct 11, 2025 আজ রাইপুর তিন নম্বর মণ্ডলের উদ্যোগে বাগজাতা মোড়ে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মুর উপর হওয়া প্রাণঘাতী হামলার তীব্র প্রতিবাদ জানিয়েই এদিনের কর্মসূচি সংগঠিত হয়। বিক্ষোভ মিছিলে বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। পথসভায় সাংসদের দ্রুত আরোগ্য কামনার পাশাপাশি ঘটনার সাথে যুক্ত দোষীদের কঠোর শাস্তির দাবিও জানানো হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাইপুর তিন নম্বর মণ্ডল সভাপতি চঞ্চল পাত্রসহ অন্যান্য নেতৃত্বরা।