পাড়া: সাঁওতালডি থানার ডুমুরডিহা গ্রামের স্ত্রী খুনে অভিযুক্ত স্বামী কে আদালতে তোলা হলো, মৃত দেহটি ময়নাতদন্তে পাঠানো হলো
Para, Purulia | Nov 9, 2025 পুরুলিয়া জেলার সাঁওতালডি থানার অন্তর্গত ডুমুরডিহা গ্রামে ঘটলো মর্মান্তিক হত্যাকাণ্ড। শনিবার দুপুরে স্বামীর হাতে খুন হলেন নয়ন দেশওয়ালি (৩৪)। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পর অভিযুক্ত স্বামী সুবল দেশওয়ালি নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। অভিযোগ উঠেছে শনিবার দুপুরে গৃহকর্তা সুবল দেশওয়ালি ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার কুপিয়ে স্ত্রী নয়ন দেশওয়ালিকে খুন করে। ঘটনার খবর পেয়ে সাঁওতালডি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। রবিবার সকাল দশটা নাগাদ