হবিবপুর: হবিবপুরে জয় জোহার মেলা,বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকীতে তিনদিনব্যাপী উদযাপন
বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে হবিবপুর ব্লকে শুরু হলো তিনদিনব্যাপী জয় জোহার মেলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আদিবাসী উন্নয়ন বিভাগের উদ্যোগে এই আয়োজন করা হয়েছে,প্রথম দিনে হবিবপুর রাইস মিল হাটে সিধু–কানুর মূর্তিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর একটি বর্ণাঢ্য র্যালি হবিবপুর ব্লকে এসে পৌঁছায়। সেখানে জিতু মঞ্চে অতিথিদের বরণ করা হয় এবং প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে মেলার উদ্বোধন হয়।